যে সময় নির্বাচন হবে জানালেন প্রধান উপদেষ্টা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৬:২৩ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১২

কবে কখন কোন সময় নির্বাচন আয়োজন করা হবে তা নিয়ে বার্তা সংস্থা এএফপির সঙ্গে আজ বুধবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে সংস্কার করা হবে। আর যত দ্রুত সংস্কার শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচন হবে। প্রফেসর ইউনূস বলেছেন, “সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত সময়ে নির্বাচন হবে।”

জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৯ এ অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে বার্তাসংস্থা এএফপির সঙ্গে কথা বলেন তিনি।  

প্রফেসর ইউনূস জানিয়েছেন, শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিয়ে তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশকে গণতান্ত্রিক দেশের দিকে নিয়ে যাবেন। আর সেই কথা তিনি রাখবেন। ড. ইউনূস বলেন, “এটি একটি ওয়াদা, আমরা এই ওয়াদা করেছিলাম যে যত দ্রুত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হব, আমরা নির্বাচন দেব। যেন নির্বাচিতরা ক্ষমতা নিতে এবং দেশ চালাতে পারে।”

তিনি জানিয়েছেন, সংবিধান, সরকারের গঠন, সংসদ এবং নির্বাচনী আইনে যেসব প্রয়োজনীয় সংস্কার আনা হবে সেগুলোতে সবার দ্রুত সময়ের মধ্যে একমত হতে হবে। যেন তারা দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে পারেন। ড. ইউনূস বলেন, “আমরা হলাম অন্তর্বর্তী সরকার। তাই আমাদের মেয়াদ যত কম হওয়া সম্ভব তত কম হওয়া উচিত।”

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতা ড. ইউনূসকে সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার পক্ষে মত দেন।

হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর গুলিতে শত শত মানুষের মৃত্যু হয়। শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। প্রধান উপদেষ্টা বলেছেন, তারা ক্ষমতায় এসেছেন মাত্র তিন মাস হয়েছে। তারা সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তার আশা খুব দ্রুত এটি সম্ভব হবে।

সূত্র: এএফপি

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত