যুক্তরাষ্ট্রের বিনিয়োগ রিপোর্টে ‘ইতিবাচক পয়েন্ট’: পররাষ্ট্র সচিব

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১ আগস্ট ২০২২, ২০:৪৯ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৮

সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিনিয়োগ রিপোর্টে বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক পয়েন্ট রয়েছে বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি মনে করেন তথ্যপ্রযুক্তিতে মার্কিন বিনিয়োগ বাংলাদেশের জন্য ভালো হবে।

সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই রিপোর্ট বিষয়ে জানতে চাওয়া হলে সচিব বলেন, ‘তাদের মূল আগ্রহের কথা বলেছে জ্বালানি ও আইটি। আমরা মনে করি জ্বালানিতে তাদের অনেক বিনিয়োগ আছে। পাশাপাশি আইটিতে বিনিয়োগ এলে সেটি আমাদের জন্য ভালো হবে।’

তিনি বলেন, ‘তারা যেসব চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার কথা বলেছে, একই ধরনের কথা বিভিন্ন সময়ে জাপানি বা ইউরোপীয় ইউনিয়ন বা অন্য যারা বিনিয়োগ করে, তারাও বলেছে।’

যেসব বিষয়গুলো নিয়ে সবাই কথা বলছে সেটি নিয়ে আমাদেরও কাজ করতে হবে। সুতরাং আমেরিকানরা বলেছে বলে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে গেল, এমন নয়। এছাড়া, তারা যা বলেছে সেটি নতুন কিছু নয় বলেও তিনি জানান।
 

মার্কিন কর্মকর্তাদের সফর

এ সপ্তাহে স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিশেল সিসন এবং কোভিড বিষয়ক উপ-সমন্বয়কারী লরা স্টোনের ঢাকা সফরের কথা রয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘কোভিডের সময় অনেকগুলো বৈঠক হয়নি। জানুয়ারি থেকে অনেকগুলো বৈঠক হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ঢাকায় এসেছিলেন। আমরাও ওয়াশিংটনে গিয়েছিলাম বৈঠক করতে। সেটার ধারাবাহিকতায় আরও কিছু সফর হবে।’

বাংলাদেশ যুক্তেরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের যে সমস্যাগুলো ছিল, গত বছরের শেষে অর্থাৎ র‌্যাবের নিষেধাজ্ঞার পর, সেগুলো আমরা মাথায় রাখবো। কীভাবে এই আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজে লাগবে, সেটি আমাদের ফোকাস থাকবে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে মার্কিন উদ্যোগে কোভিড নিয়ে অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশ বিভিন্ন উদ্যোগ নেয়। সুতরাং যুক্তরাষ্ট্র যদি কোভিড নিয়ে কোনও অনুষ্ঠান করতে চায় তবে অংশগ্রহণের বিষয়ে আমরা ইতিবাচকভাবে চিন্তা করবো।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত