যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ ব্যবসাপ্রতিষ্ঠানে সাইবার হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ জুলাই ২০২১, ১১:১৭ |  আপডেট  : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:৪৪

যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ ব্যবসাপ্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘হান্ট্রেস ল্যাবস’ এ হামলার কথা জানিয়েছে। ফ্লোরিডাভিত্তিক তথ্যপ্রযুক্তি কোম্পানি ‘ক্যাসেয়া’য় হামলা চালানোর পর তাদের সফটওয়্যার ব্যবহারকারী কোম্পানিগুলোতেও হামলা হয়েছে। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ক্যাসেয়া জানিয়েছে, তারা এই সাইবার হামলার বিষয়টি খতিয়ে দেখছে।

দশটিরও বেশি দেশে ১০ হাজারেরও বেশি কোম্পানি ক্যাসেয়ার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। তবে, ক্যাসেয়া আক্রান্ত কোম্পানির সংখ্যা জানায়নি। অল্পসংখ্যক কোম্পানি আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করেছে আইটি কোম্পানিটি। করপোরেট সার্ভার, ডেস্কটপ ও নেটওয়ার্ক ডিভাইসগুলো পরিচালনাকারী অ্যাপ্লিকেশনগুলোর একটিতে হামলা হয়েছে।

হান্ট্রেস ল্যাবস বলছে, তাদের বিশ্বাস, রাশিয়া-সংশ্লিষ্ট র‍্যানসামওয়্যার গ্যাং ‘আরইভিল’ এই হামলায় জড়িত রয়েছে। হান্ট্রেস ল্যাবসের জ্যেষ্ঠ নিরাপত্তা গবেষক জন হ্যামন্ড বার্তা সংস্থা রয়টার্সকে ইমেইলে বলেছেন, ‘এটি একটি বড় ধরনের হামলা এবং সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ হামলা।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা ইউএস সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি হামলার বিষয়টি তদন্ত করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। সোডিনোকিবি নামেও পরিচিত এই ‘আরইভিল’ বিশ্বের সবচেয়ে ধনী সাইবার-অপরাধী গ্রুপ।

গত মে মাসে বিশ্বের সবচেয়ে বড় মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান জেবিএসের কার্যক্রম অচল করে দেওয়া সাইবার হামলায় এই আরইভিলকে দায়ী করে যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের প্রায় দুই ডজন সরকারি প্রতিষ্ঠানে একযোগে হামলার পেছনেও এই আরইভিল জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত