যুক্তরাজ্য সফরে গিয়ে যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৪
যুদ্ধ শুরুর পর প্রথম যুক্তরাজ্য সফরে গিয়ে যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি যুদ্ধবিমানকে ‘মুক্তির ডানা’ হিসেবে তুলে ধরেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্য যখন ইউক্রেনীয় সেনাদের ন্যাটো মানের যুদ্ধবিমান চালানো প্রশিক্ষণ শুরুর ঘোষণা দিয়েছে তখন এই অনুরোধ জানালেন জেলেনস্কি।
শিগগিরই যুদ্ধবিমান সরবরাহের জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানানোর আশাবাদ ব্যক্ত করে ভাষণ শেষ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
পরে ডাউনিং স্ট্রিট বলেছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন ইউক্রেনকে দেওয়া যেতে এমন সম্ভাব্য যুদ্ধবিমান খুঁজে বের করতে। তবে তিনি জোর দিয়েছেন এটি একটি দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে।
পার্লামেন্টে ভাষণ দেওয়ার আগে ডাউনিং স্ট্রিটে ঋষি সুনাকের সঙ্গে বৈঠক এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবারেই তিনি প্যারিসের এলিজি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করতে পারেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত