মোড়েলগঞ্জে বিএনপির পথসভা অনুষ্ঠিত

  মোড়েলগঞ্জ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১৯:৪৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫১

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয়তা বাদি দল বিএনপি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।     সোমবার বিকেলে নব্বইরশী বাস স্ট্যান্ডে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তৃা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব কামরুল ইসলাম গোরা। 

 সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোড়েলগঞ্জ পৌর বিএনপি'র আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এফ এম শামীম আহসান, বিএনপি নেতা সমর মন্ডল, থানা বিএনপির যুগ্ম আহবায়ক ফকির রাসেল আল ইসলাম। সভাটি সঞ্চালনা বিএনপি নেতা জিয়াউল হাসান টুটুল। 

   সভায় প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এ বিজয় অর্জন। দলের মধ্যে অনুপ্রবেশকারিরা ঢুকে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সকল নেতাকর্মীদের। একই সাথে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা মোতাবেক হিন্দু সম্প্রদয়ের ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনায় সুরক্ষা দিতে নেতাকর্মীদের তাদের পাসে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত