মোংলা বন্দরে সংকেত, লঘুচাপের প্রভাবে পশুর নদীতে বেড়েছে পানি

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১৯:২৩ |  আপডেট  : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শুক্রবার (২৩ জুলাই) ভোর থেকে মোংলাসহ আশপাশের উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য এ তথ্য জানান।

তিনি বলেন, মোংলা এলাকায় আজ ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীসহ সুন্দরবনের নদী-খালের পানি স্বাভাবিকের তুলনায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত