মোংলা বন্দরে বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১৯:১৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার দিবসে বাগেরহাটের মোংলা বন্দর হাসপাতালে বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বন্দর হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময়, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোঃ শাহীনুর আলম, বন্দরের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, মেডিকেল অফিসার ডা. সোনিয়া তালেব মুক্তা, ডা. নিসাত শবনমসহ বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, “ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত একটা পরিবারই একমাত্র বুঝে আক্রান্ত পরিবারের কষ্ট। জড়তা ও লজ্জায় অনেকে বলতে পারে না, আবার ভয়ে অনেকে বলে না। বলতে না পারার কারণেই এই রোগ আমাদের দেশে বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে মোংলা বন্দরে ব্রেস্ট ক্যান্সার নির্নয় ও চিকিৎসা অব্যাহত থাকবে। বন্দর হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শনাক্তকৃত রোগীকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগীতা প্রদানের নির্দেশনা প্রদান করেন তিনি।
মোংলা বন্দরের উদ্যোগে বন্দর হাসপাতাল স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক ব্রেস্ট স্ক্রিনিংয়ের তিন দিন ব্যাপী কর্মসূচি ১২ অক্টোবর শেষ হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত