মেহেরপুর পৌরসভার আয়োজনে আনন্দ র‌্যালি 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৮:৩৫ |  আপডেট  : ৯ মে ২০২৪, ১৬:৫৭

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে মেহেরপুর পৌরসভার আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়।  পৌরসভা প্রাঙ্গণ থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালির অগ্রভাগে ঘোড়া এবং টমটম সহ মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ১০ জন ছাত্রী জাতীয় পতাকা বহন করা সহ বিশাল একটি জাতীয় পতাকা বহন করা হয়। বাদ্যের তালে তালে র্যালীতে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর গন বাদামী রঙের পাঞ্জাবি এবং পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ মেরুন রঙের পাঞ্জাবি পরে আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করেন। 

পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান র‌্যলির অগ্রভাগে থেকে র‌্যালির নেতৃত্ব দেন।  মেহেরপুর পৌরসভার আয়োাজনে মনমুগ্ধকর আনন্দ র‌্যালিতে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন,নুরুল আশরাফ রাজীব,জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, মীর জাহাঙ্গীর হোসেন, হামিদা খাতুন, আলপনা খাতুনসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত