মেহেরপুর জেলা বিএনপি’র সমাবেশ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ২০:০৫ | আপডেট : ৭ মে ২০২৫, ০৬:৪১

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশটি পরিচালনা করেন পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, দেশে ভয়াবহ সংকট এড়াতে হলে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত