মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ  

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১ আগস্ট ২০২২, ১০:৪২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২২:১৬

সরকার কিছুদিন আগেই হাজার হাজার কোটি টাকা খরচ করে অনুষ্ঠান করে বলেছিল বাংলাদেশ থেকে লোডশেডিং কে বের করে দিয়েছে, লোডশেডিং কে জাদুঘরে পাঠিয়েছে। অথচ এখন দেশে লোডশেডিং হচ্ছে। উন্নয়নের নামে সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন দুর্নীতির মহোৎসব চলছে। 

রবিবার (৩১ শে জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন, এসময় জেলা বিএনপির সভাপতি  মাসুদ অরুনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপি'র সভাপতি রেজাউল হক মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সমাবেশ স্থলে দলে দলে বিক্ষোভ মিছিল এসে যোগদান করে। এতে সমাবেশস্থল এলাকায় বিপুল সংখ‍্যাক নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত