মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:১৫
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ১৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে মেহেরপুর জেলা নির্বাচন অফিসে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্য চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা এ্যাডঃ আব্দুস সালাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী গোলাম রসুল এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এদিকে সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড মেহেরপুর মুজিবনগর উপজেলা থেকে মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আলমাস হোসেন শিলু, আব্দুর রশিদ, আজিমুল বারী, সোহেল রানা, ফেরদৌস আলী এবং আবু হাসান। ২ নং ওয়ার্ড মেহেরপুর সদর উপজেলা থেকে মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আব্দুল কুদ্দুস এবং রফিকুল ইসলাম। ৩ নং ওয়ার্ডে গাংনী উপজেলা থেকে সাবেক সদস্য মজিরুল ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হক, মাহফুজুর রহমান এবং হাফিজুর রহমান তাদের মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ড (মেহেরপুর-মুজিবনগর) উপজেলা থেকে সাবেক সদস্য শামীম আরা হীরা, সামিউন বাসিরা পলি, নার্গিস আরা, তকলিমা খাতুন এবং উম্মে সালমা সুলতানা তাদের মনোনয়নপত্র জমা দেন। এবং ২ নং ওয়ার্ড গাংনী উপজেলা থেকে সাবেক সদস্য শাহানা ইসলাম সান্তনা, গাংনী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলি, মাকসুদা খাতুন এবং শিরিনা আক্তার তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১জন চেয়ারম্যান। মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর উপজেলা থেকে ১জন করে ৩ জন সদস্য। এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মেহেরপুর-মুজিবনগর থেকে ১জন এবং গাংনী উপজেলা থেকে ১জন নির্বাচিত হবেন। মোট ২৯৪ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত