মেহেরপুরে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” এর আয়োজন
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১০:১০ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২৩:৪১
মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাব এর সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক মেহের আমজাদ, দিলরুবা খাতুন। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আলোচনা ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এরপর মুক্তিযুদ্ধের আলোচনার উপর শিক্ষার্থীদের প্রশ্নের সঠিক জবাবে বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। দশম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া উম্মি মিম ১ম, একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেঘনা খাতুন ২য় ও দশম শ্রেণীর শিক্ষার্থী আনিকা আক্তারকে ৩য় স্থানের পুরস্কার দেয়া হয় । এ ছাড়াও শান্তনা পুরস্কার দেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত