মেহেরপুরে সরকারি বিধি নিষেধ অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  মেহের আমজাদ, মেহেরপুরঃ

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৯:১৫ |  আপডেট  : ১০ নভেম্বর ২০২৪, ১৮:৪৯

চলমান কঠোর লকডাউন এর দ্বিতীয় পর্যায়ে সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক বিহীন বাইরে বের হওয়ায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক বিহীন বাইরে বের হওয়ার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২), দন্ডবিধি-১৮৬০ এর ও ২৬৯ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯২(১) ধারায় মোট ৫ টি অভিযানে ৮ হাজার ৫ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের ক্যাপ্টেন এন এম রওশনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত