মেহেরপুরে সরকারি বিধি নিষেধ অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ : 2021-07-11 09:15:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে সরকারি বিধি নিষেধ অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চলমান কঠোর লকডাউন এর দ্বিতীয় পর্যায়ে সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক বিহীন বাইরে বের হওয়ায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক বিহীন বাইরে বের হওয়ার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২), দন্ডবিধি-১৮৬০ এর ও ২৬৯ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯২(১) ধারায় মোট ৫ টি অভিযানে ৮ হাজার ৫ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের ক্যাপ্টেন এন এম রওশনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।