মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দুদুক এর অভিযান

  এসআর শফিক স্বপন, মাদারীপুর 

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:৫৫ |  আপডেট  : ১৩ মে ২০২৫, ২১:৩৮

মাদারীপুর সদর হাসপাতালে দরপত্র সহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। মঙ্গলবার  (১২ মে) সকাল সাড়ে ১১ টায় সিভিল সার্জন অফিসে অভিযান এ পরিচালনা করে। অভিযানে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ক্ষতিয়ে দেখছেন  দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর হাসপাতালে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা রয়েছে।  এছাড়াও একই ব্যক্তিকে বারবার ওষুধ সরবরাহের ঠিকাদারি হিসেবে নিয়োগ দেওয়া, পাশাপাশি একই ঠিকাদারি প্রতিষ্ঠান খাবারের টেন্ডার পেয়ে থাকে।বিভিন্ন ধরনের নথি যাছাই ও রোগীর সঙ্গে কথা বলেন তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশীরা দুদকের অভিযোগ কেন্দ্রের হটলাইন নম্বর ১০৬ কল করে অভিযোগ জানায়।  সিনিয়র সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত