মেহেরপুরে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই
প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১০:০৯ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৬
২০২২ শিক্ষাবর্ষে নতুন বছরের প্রথম দিনেই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহম্মদ মুনসুর আলম খান। শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও এ দিন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২০২২ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ শিক্ষা জাতির মেরুদন্ড,সকল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা সহ শুভ কামনা করেন এবং ভবিষ্যৎ অনেক বড় কিছু হওয়ার কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুজ্জামান,এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপন,জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত