মেহেরপুরে ডাকাতি মামলার আসামি পালানোর সময় ডিবির হাতে গ্রেফতার

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ২০:৪৯ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৮

মেহেরপুরে ডাকাতি মামলার আসামি পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি টিম। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর সদর উপজেলা বারাদি বাজার এলাকা থেকে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হিসাবে এসআই হাবিবুর রহমান, এসআই সুলতান মাহমুদ ও এএসআই আহসান হাবিব রহিম মিয়া (৫৪) কে গ্রেফতার করে। মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর পশ্চিমপাড়ার মৃত চান্দু এর ছেলে রহিম মিয়া। 

ডিবি পুলিশ জানিয়েছেন, মেহেরপুর সদর থানায় গত শনিবার রহিমের নামে একটি ডাকাতি মামলা রুজু হওয়ার পর সে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাতে পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলা বারাদি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার মামলা নং ১৩। ডিবি পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে চুরি, দস্যুতা ও অস্ত্রসহ আরো তিনটি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত