মেহেরপুরে জেলা যুবলীগের পক্ষ থেকে ১০০ পাউন্ড কেক কেটে জন্মদিন পালন
প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৮:৫৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১০
মেহেরপুর জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আলোচনা ও কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে ড. শহীদ শামসুজ্জোহা পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের পক্ষ থেকে ১০০ পাউন্ড কেক কেটে জন্মদিন পালন করা হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর সদর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত