মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যানের বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৯:৪৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ২৩:৫০
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এবং নব নির্বাচিত মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ করেছেন। মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্প মাল্য অর্পণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম নবনির্বাচিত সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, শামীম আরা হীরা, আজিমুল বারী, শাহানা ইসলাম শান্তনা, মিজানুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত