মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্যোগে ফ্রী চক্ষু শিবির ক্যাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৮:৫৯ |  আপডেট  : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাংসদ ফরহাদ হোসেন এর উদ্যোগে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে শহরের কবি নজরুল ইসলাম শিক্ষা মঞ্জিলে ফ্রী চক্ষু শিবির পরিচালনা করা হয়। প্রায় তিনশত চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। একই সাথে বিনা মূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের ও বিভিন্ন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের সেবা প্রদান করেন। 

মেহেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরফরাজ হোসেন মৃদুল, শহর সমাজ সেবা কমিটির সভাপতি আমিনুল ইসলাম খোকন ও জেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন এই চক্ষু শিবিরের সার্বিক ব্যবস্থাপনাই ছিলেন। এছাড়াও সহযোগিতায় ছিলেন জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, শহর সমাজ সেবা কমিটির নির্বাহী সদস্য রাহিনুজ্জামান পলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত