মেহেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১২, আওয়ামীলীগ ৩

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৯:৩২ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৭

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি সহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদকসহ ৩টি পদে জয় লাভ করেছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিসহ দুপুর তিনটায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১২৬ জন ভোটারের মধ্যে ১০৯ জন ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী কামরুল হাসান ৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মিয়াজান আলী ৪৮ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল ৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে অপরপ্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এএসএম সাইদুর রাজ্জাক ৫৩ ভোট পান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম ৬০ ভোট, আহসান মাহবুবুর রহমান (মুকুল) ৫৩ ভোট, যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম ৬২ ভোট, কোষাধক্ষ্য এহান উদ্দিন মনা ৫৪ ভোট, গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সাহেব ৫৯ ভোট। এ ছাড়াও নির্বাহী সদস্য মোখলেছুর রহমান খান স্বপন ৬৬ ভোট, সেলিম রেজা ৫৫ ভোট, শফিউল আজম খান বকুল ৬১ ভোট, সেলিম রেজা গাজী, ৫৫ ভোট, খুরশিদা খাতুন ৫৪ ভোট, সেলিম রেজা কল্লোল ৬২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক কে এম নুরুল হাসান রঞ্জু ৫২ ভোট এবং নির্বাহী সদস্য ফয়সাল নাসরুল্লাহ কনক ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন শেষে নির্বাচন কমিশনের দায়িতপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ বিমল কুমার বিশ্বাস নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত