মেডিক্যালে ভর্তি পরীক্ষার্থীদের কেন্দ্রে থাকতে হবে সকাল ৮টার মধ্যে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১২:০০ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৬:৪১

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (০২ এপ্রিল)। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করায় রাজধানীতে তীব্র বাস সংকট সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১১টার দিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করায় পরিবহন সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার (০২ এপ্রিল) মেডিক্যাল পরীক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে:

১. কেন্দ্রের আশপাশ এলাকায় গাড়ী পার্ক করা যাবে না।

২. অভিভাবকরা কেন্দ্রের সন্নিকটে অবস্থান করতে পারবেন না।

৩. ফটোকপি, কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং এর দোকান পরীক্ষার আগের দিন রাত ৮ টা হতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

৪. পরীক্ষার্থীদের মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।

৫. সর্বক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৬. করোনার সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে রক্ষিত সাবান/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত