মুুন্সিগঞ্জ শ্রীনগরে ১৪ ইউনিয়নে সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০৯:৪১ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২০:৩১
বিপুল ভোটারের উপস্থিতিতে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শ্রীনগর উপজেলায় ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও সুন্দর পরিবেশের কারণে এবারের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার।
এর মধ্যে ১। ষোলঘড় ইউনিয়নে মোঃ আজিজুল ইসলাম নৌকা মার্কা) ২। ভাগ্যকুল ইউনিয়নে কাজী মনোয়ার হোসেন শাহদাৎ (নৌকা মার্কা) ৩। পাঠাভোগ ইউনিয়নে মুন খান (নৌকা মার্কা) ৪।বাড়ৈ খালী ইউনিয়নে মোঃ ফারুক হোসেন (নৌকা মার্কা) ৫। রারী খাল ইউনিয়নে আবুল রাবেক শেখ বাড়ি (নৌকা মার্কা) ৬। শ্রীনগর সদর মোঃ তাজুল ইসলাম (আনারস মার্কা)৭। তন্তর ইউনিয়নে মোঃ আলী আকবর (আনারস মার্কা) ৮।শ্যামসিদ্ধি ইউনিয়নে মোঃ নাজির হোসেন (আনারস মার্কা) ৯। কোলাপাড়া ইউনিয়নে মোঃ রফিুকল ইসরাম বাবু ( আনারস মার্কা) ১০।বীরতারা ইউনিয়নে কাজী শহিদুল্লা কামাল (আনারস মার্কা)১১। বাঘড়া ইউনিয়নে আবু আল নাছের তানজিল( টেলিফোন মার্কা) ১২।আট পাড়া ইউনিয়নে মোঃ ফজলু রহমান (চশমা মার্কা) ১৩।হাসাড়া ইউনিয়নে মোঃ সোলায়মান খান (আনারস মার্কাায়)১৪। কুকুটিয়া ইউনিয়নে বাবুল আহম্মেদ বাবু (আনারস মার্কা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই সব ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশন এবং আইন-শৃক্সখলা বাহিনী আগে থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়ায় সকল কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভোট শুরুর আগেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশী ভোটাররা। তবে কোনো কোনো ভোটার কেন্দ্রে নানা অব্যবস্থাপনার কথা বলেছেন। করোনা সংক্রমণ রোধে কে ন্দ্রগুলোতে ছিল না তেমন কোনো ব্যবস্থা। উল্লেখ্য, মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় ১৪টি ইউনিয়নে এর মধ্যে মোট ভোটার ২লাখ ৩৭ হাজার ৩০১ জন,১ লাখ ২১ হাজার ২৩২ জন পুরুষ এবং ১ লাখ ১৬ হাজার ৬৯ জন নারী ভোটার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত