মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ পরলোক গমন করেছেন

  নজরুল ইসলাম , শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০১

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ পরলোক গমন করেছেন। মৃত্যুকালেততার বয়স হয়েছিল ৭৩ বছর। 
তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। সাবেক দুই বারের এমপি সুকুমার রঞ্জন ঘোষ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার আনোয়ার খান মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা রাজারবাগ এলাকার বরদেশ্বরী কালী মন্দির মহা শ্মাশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত