নন্দীগ্রামে অপারেশন ডেভিল হান্টে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

  নাজমুল হুদা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:০১

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় আত্মগোপনে থাকা নন্দীগ্রাম ইউনিয়ন ও ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার মহন্ত (৫৩) ও ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই দুলাল (৫৫)। ববিবার রাতে পৃথক অভিযানে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। 

থানা পুলিশ জানান, গত রবিবার রাতে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা এলাকা থেকে নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার মহন্তকে গ্রেপ্তার করা হয়। সে শিমলা গ্রামের মৃত নিপেন চন্দ্র মহন্তের ছেলে। অপরদিকে ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকা থেকে ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই দুলালকে গ্রেপ্তার করা হয়। সে চাকলাম গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন পলাতক ছিলো। সোমবার সকালে নন্দীগ্রাম থানা থেকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত