মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের নবীনবরণ - ২০২৩ অনুষ্ঠিত

  মুন্সিগঞ্জ থেকে শাহনাজ বেগম

প্রকাশ: ২৫ মে ২০২৩, ২৩:১৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২৩:৫১

জাঁকজমকপূর্ণ আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

২৫ শে মে বৃহস্পতিবার সকাল ১১ টায় সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সূচনা হয়।  এরপর সরকারি হরগঙ্গা কলেজের সঙ্গীত চক্র বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেনির একজন শিক্ষার্থী। 

এরপর স্বাগত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এমারত হোসেন ইমরান। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন রাহা। ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি  হরগঙ্গা কলেজ ছাত্রলীগ কলেজ  শাখার সভাপতি  নিবিড় আহাম্মেদ।  

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা,  সরকারি হরগঙ্গা কলেজের  সাবেক জিএস নাজমুল হাসান সোহেল, শামসুল কবির মাস্টার,  আফছার উদ্দিন ভূঁইয়া আফসু। 

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান বক্তা মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব তার বক্তব্যে বলেন, মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে শ্বশুরবাড়ি গেলে অপমানিত হতে হয় না সম্মান পাওয়া যায় এবং ছেলেরা বিদেশে গিয়ে পাতিল মাজলে আত্মসম্মানবোধ থাকেনা, কাজেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর জাতি গঠনে জননেত্রী  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। 

এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম এবং  মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জামাল হোসেন।

প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র থাকাকালীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় তিনি সরকারি হরগঙ্গা কলেজের প্রতিনিধিত্ব করেছিলেন বলে জানান। এছাড়া নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে সঠিক ভূমিকা পালনের কথাও পরামর্শ দেন।  

নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাই তালুকদার। তিনি উপস্থিত  সকলকে ধন্যবাদ জানান।

এরপর অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

সবশেষে জনপ্রিয় সংগীতশিল্পী কণার সংগীত পরিবেশনের সাথে নেচে গেয়ে আনন্দ করে বাড়ি ফেরে শিক্ষার্থীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত