মুন্সীগঞ্জে মিরকা‌দিম‌ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

  মোঃ‌লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১৫:০৯ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:১০

মুন্সীগঞ্জে মিরকাদিম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবিবাজার বালিক উচ্চ বিদ্যালয়ে এই সম্মেলণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মহিউদ্দিন। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আফসার উদ্দিন ভূইয়া।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সম্মেলনের দায়ীত্ব প্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন সেন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুজ্জামান আনিছ, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোঃ শহীদুল ইসলাম শাহীন, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলম মোস্তফা প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত