মুন্সীগঞ্জে জাতীয় পার্টির সভায় দুই পক্ষের ধস্তাধস্তি ও কার্যালয় ভাঙচুর
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১৭:৪৬ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ২১:০১
মুন্সীগঞ্জে জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই পক্ষের ধস্তাধস্তি ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলার মাঠপাড়া এলাকার জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা জাতীয় পার্টির সদস্য জহিরুল ইসলাম ও মিলন শেখ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জেলার মাঠপাড়া এলাকার জাতীয় পার্টির জেলা কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় কমিটির পদবঞ্চিত মুন্সীগঞ্জ শহর জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান দিদারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হামলা চালায়। হামলায় জেলা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এতে দুই পক্ষের পাঁচ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম বলেন, ‘আরিফুজ্জামান দিদার চার থেকে পাঁচ জন নেতাকর্মীসহ বহিরাগত ২০-২৫ জন নিয়ে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে পাঁচ জন নেতাকর্মী আহত হয়।’
আরিফুজ্জামান দিদার বলেন, ‘আমি ও আমার নেতাকর্মীরা সভায় গেলে অপমান করা হয়। এ নিয়ে কিছুটা হট্টগোল হয়েছে।’ ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘হট্রগোলে দুপক্ষের কয়েকজন আহত হয়েছে ও একটি গ্লাস ভেঙেছে।’
গত ১৭ আগস্ট জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিক উল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের কমিটির অনুমোদন দেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি। এতে আরিফুজ্জামান দিদারসহ বেশ কয়েকজন পদবঞ্চিত হয় বলে অভিযোগ উঠে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত