মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানার অভিযানে হামলা: আহত ৯ পুলিশ, আটক ৭

  কাজী দীপু, মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১৩:৫২ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩১

মুন্সীগঞ্জ সদরের মালিরপাথরে অবৈধ কারেন্ট জাল কারখানায় অভিযান পরিচালনার সময় স্থানীয়দের হামলায় নয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজীব খাঁন জানান, রোববার রাত ১১টার দিকে সদরের মালিরপাথর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ পুলিশ সদস্যকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ৬ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার  ওসি (তদন্ত) রাজীব খাঁন বলেন, সদরের পঞ্চসার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ইমরান হোসেন ও তার ছোট ভাই সম্রাটের জাল কারখানায় অবৈধ কারেন্ট জাল তৈরির সংবাদ পায় পুলিশ। পরে রোববার রাত ১১ টার দিকে সদর থানা পুলিশ অভিযান চালায়। 

এ সময় মালিপাথর এলাকার দুটি মসজিদে ‘ডাকাত, ডাকাত’ বলে মাইকিং করে কেউ। এতে এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে গিয়ে পুলিশের ওপর হামলা চালায়। 

এ সময় সদর থানার ওসি (অপারেশন) মোজাম্মেল হোসেন, এস আই নজরুল, এসআই ফরিদুজ্জামান, এস আই খরশু, এস আই মাইনদ্দিন এএসআই জাকিরসহ ৯ পুলিশ সদস্য আহত হয়।পুলিশের ওপর হামলার পর বেশকজন গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত