মুন্সীগঞ্জে আলু বোঝাই ট্রলির পিছনে পিকাপের ধাক্কা, আহত ৪

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৮:৩৯ |  আপডেট  : ১৫ মার্চ ২০২৫, ২০:৪৪

মুন্সীগঞ্জে আলু বোঝাই ট্রলিতে পিকাপের ধাক্কায় ৪ জন আহত হয়েছে। গত ১৪ই মার্চ (বৃহস্পতিবার)=দিবাগত  রাত সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জ শহরতলীর পাঁচঘড়িয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। 

ট্রলিতে থাকা আহত শ্রমিকরা জানান,মুন্সীগঞ্জের বাংলাবাজার এলাকা থেকে আলু নিয়ে ট্রলিটি মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় আলু সংরক্ষণের জন্য হিমাগারে যাচ্ছিলো। পথিমধ্যে পাঁচঘড়িয়াকান্দি এলাকার ব্রিজের ঢালে পেছন থেকে একটি পিকাপ ট্রলিটিকে সজোরে ধাক্কা দিলে ট্রলি উল্টে যায়। এ সময় ট্রলিতে থাকা ৪ শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।এদের মধ্যে একজন পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান চিকিৎসক।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত