মুন্সিগঞ্জ সিরাজদিখান সন্তোষপাড়া তারকব্রক্ষ মহানাম যজ্ঞ উৎসবের সমাপ্তি

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১৫:২৯ |  আপডেট  : ৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৭

শ্রীকৃষ্ণেন মুখনিসৃত বাণী বিশ্বের সকল প্রাণির শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখান সন্তোষপাড়ায় শেষ হলো সাত দিনের ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ উৎসব।  সন্ধ্যায় সমাপনী আসরের শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায় গান পরিবেশন করেন । রবিবার দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে আঙ্গিনায় মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শ্বাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জ্বেলে দেয়ার অভিপ্রায়ে এবারও ১৭ফাগুন ১৪৩১বাংলা ২মার্চ রবিবার হতে ২৩ ফাগুন ৮মার্চ রবিবার ভোরে নগরর্কীতণ দিয়ে শেষ হলো আমাদের অনুষ্ঠান।

সিরাজদিখান সন্তোষপাড়ার শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির শ্যামল ঘোষ,ডাঃ দেববব্রত ঘোষ সমীর, জ্ঞানদীপ ঘোষ, সুব্রত দাস রনক , তাপশ বিশ্বাস , সবুজ সিকদার, নারায়ন পোদ্দার ও সাধন দাস,দেবব্রত দাস দেবু,লতা মন্ডল বলেন, অশান্ত পৃথিবীর অশনী সংকেত শঙ্কিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যত। অসহায় মানুষের উদ্ধারকল্পে বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম সংকীর্তন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত