মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সিরাজদিখানে মাসুদ লস্কর নির্বাচিত
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ২০:০২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১১:৫৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। মুন্সিগঞ্জ জেলা পরিষদ ১ নং ওয়ার্ড সদস্য পদে (সিরাজদিখান উপজেলা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাসুদ লস্কর, তিনি তালা প্রতীক নিয়ে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে এইচ এম সাইফুল ইসলাম পেয়েছেন ৪০ ভোট, ঘুড়ি প্রতীক নিয়ে মীর্জা মোহাম্মদ নেকবর হায়দার ৩৫ ভোট, টিউবওয়েল প্রতীক নিয়ে মোহাম্মদ মান্নান হাওলাদার ১১ ভোট, হাতি প্রতীক নিয়ে আলী আহাম্মদ ০৩ ভোট ও অটোরিকসা প্রতীক নিয়ে এইচ এম আলমগীর হোসেন ০২ ভোট পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে এ উপজেলায় (১ নং ওয়ার্ড) দোয়াত-কলম প্রতীকে ১০৫ ভোট পেয়েছেন হেলেনা ইয়াসমিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হোসনে আরা ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট, মাইক প্রতীকে আঁখি শাহিন পেয়েছেন ১১ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে আছিয়া আক্তার রুমু পেয়েছেন ০৫ ভোট, হরিণ প্রতীকে নুরজাহান পেয়েছেন ০৪ ভোট। এ উপজেলার ১৪ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮৫ তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে ১৮৪ জন।
সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসারগন আইন-শৃক্সখলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত