মুন্সিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১২:১০ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৫:১৮

মুন্সিগঞ্জে বিএনপির ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাক্ষা ও বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মুন্সিগঞ্জের মুক্তারপুরে একটি কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, আজ দেশের বিচার বিভাগ, আইন বিভাগ,শাসন বিভাগকে এমনভাবে ভাঙ্গা হয়েছে। সেগুলো এমন অবস্থায় মেরামত জরুরি। বলতে লজ্জা নেই আমরা ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনের থেকে রাষ্ট্র অবকাঠামো মেরামতের ধারণা নিয়েছি।

জেলা বিএনপির সিনিয়র আহবায়ক কমিটির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির  সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ এড. আব্দুস সালাম আজাদ ও সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত