মুক্তি পেল ‘পদ্মপুরাণ’ 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ অক্টোবর ২০২১, ১৫:১১ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:২২

পদ্মাপাড়ের মানুষের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘পদ্মপুরাণ’। রায়হান শশীর চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। সিনেমাটি শুক্রবার (৮ এপ্রিল) প্রেক্ষাগৃহে মুক্তি পেল।  

‘পদ্মাপুরাণ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমরা চেষ্টা করছি আমাদের দর্শককে নতুন কিছু দিতে। সিনেমা হলে গিয়ে দর্শক সিনেমা দেখবে, দেশের সিনেমা দেখবে এটাই আমাদের আশা। পদ্মপুরাণ আমাদের মাটি জলের গল্প। ’ 

সম্প্রতি ‘পদ্মাপুরাণ’ সিনেমার অ্যানিমেশন টিজার প্রকাশ পায়। পরিচালক জানান, বাংলাদেশে সিনেমার অ্যানিমেশন টিজার এটিই প্রথমবার।  

এদিকে, মঙ্গলবার (৫ অক্টোবর) লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৩৬ সেকেন্ডের এই ট্রেলারে নান্দনিক নির্মাণের এক ঝলক দেখেছেন দর্শক। যেখানে নির্মাতা পদ্মাপারের মানুষের জীবনযাত্রার কিছু অংশ দেখিয়েছেন যা সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

যেসব হলে দেখা যাবে ‘পদ্মাপুরাণ’: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও সনি স্কয়ার মিরপু্র), শ্যামলী সিনেমা, যমুনা ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম)।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত