মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পদ্মা সেতু উত্তর থানার র্কাযক্রম শুরু
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ২১:১৪ | আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২৯
স্বপ্নের পদ্মা সেতুর থানার কার্যক্রম শুরু করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যামে। সোমবার সন্ধ্যায় মাওয়া পদ্মা সেতু থানা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর সার্কেল এসএসপি মো. আসাদ্দুজ্জামান ও পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আওয়াল, উপজেলা সহকারী কমিশনার ভুমি কাওসার হামিদ, লৌহজং সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাক্ষ মো. মোজাম্মেল হক, সহকারী অধ্যক্ষ মো. শহীদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো.রিশদুল হক মুন্না, ট্রাফিক সাজেন্ট মো. জাকির হোসেন, লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, লৌহজং থানার ওসি তদন্ত মো. হাফিজুর রহমান, মেদিনীমন্ডল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মো. আলী, কুমারভোগ ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান তালুকদার, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, মো. মনির হোসেন মোড়ল, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, মো. সেলিম দেওয়ান, মো. শামীম মোড়ল প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত