মাসুদ পথিকের ‘বক’ সিনেমায় গাইলেন মমতাজ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মার্চ ২০২৪, ১০:৫০ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ২২:৩৭

মাসুদ পথিকের ‘বক : সোল অব ন্যচার’ ছবিতে গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবির ‘তেতুল গাছ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। 

গানটির কথা লিখেছেন ছবির পরিচালক মাসুদ পথিক নিজেই। সুর ও সঙ্গীত করেছেন শামীম মাহমুদ।কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে ‘বক : সোল অব ন্যচার’ ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ড. মাসুদ পথিকের ছবিতে এর আগেও গান গেয়েছেন মমতাজ। তার কণ্ঠে ‘মায়া-দ্য লস্ট মাদার’ ছবির ‘বাড়ির ওই পূর্বধারে একটা ডালিম গাছ/ বুকের ভেতর গোপন বাসা দুইটা পাখির বাস’ গানটি প্রশংসিত হয়। 

মাসুদ পথিক বলেন, ‘আমাদের আত্মপীড়ন, আমাদের আত্মঘাতী মনোভাব, প্রকৃতির ভেতরও একে অন্যকে খেয়ে ফেলার যে মনোবৃত্তি, সে বিষয়গুলো নিয়ে নতুন চলচ্চিত্রটি নির্মাণ করেছি।’ 

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকায় ‘বক : সোল অব ন্যচার’ ছবির শুটিং হয়েছে। বর্তমানে ছবির এডিটিংয়ের কাজ চলছে। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন রতন দেব। এছাড়াও আছেন রুনা খান, রতন দেব, আব্রাহাম তামিম, ইলিনা শাম্মি, সাফওয়ান মাহমুদ, রোহান, গৃহী প্রমুখ।  

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত