মালদ্বীপের রাষ্ট্রপতির জন্য হাড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ২১:৩৮ | আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৭:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৫শ কেজি হাড়িভাঙা আম উপহার দিয়েছেন। সোমবার (১৯ জুলাই) এ আম হস্তান্তর করা হয়।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানায়, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকিরের কাছে এই উপহার হস্তান্তর করেন।
মালদ্বীপের চিফ অব প্রটোকল রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে এবার আম উপহার পাঠিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত