মানববন্ধনে যেতে বাস না পেয়ে রেজিস্ট্রার অফিসে তালা দিলেন কুবি শিক্ষার্থীরা

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৩ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮

শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মানববন্ধন করতে যাওয়ার জন্য বাস চেয়ে না পাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (০৮ সেপ্টেম্বর) ১টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে কুমিল্লা শহরের কালিয়াজুরী খেলার মাঠ সংলগ্ন একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের বিভাগের এক শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।

এই ‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদে শহরের পূবালী চত্বরে মানববন্ধনের ডাক দেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই মানববন্ধনে আসতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বাস দাবি করলে তা দিতে রাজি হননি তিনি। এর প্রেক্ষিতে রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়েছেন একদল শিক্ষার্থী।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুতাসিম বিল্লাহ বলেন, আমরা শহরে মানববন্ধনের বাস চেয়েছি। রেজিস্ট্রার আমাদেরকে বলেন, ‘তোমরা আন্দোলন করবে এজন্য কি প্রশাসন বাস দিতে দায়বদ্ধ? তোমরা ছোটখাটো বিষয়ের জন্য বাস চাইতে পারো না।’ আমরা তো একটা বাসই চেয়েছি। উনি এমন কথা কীভাবে বলেন?

কা/আ 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত