মাদারীপুরে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মাননা প্রদান

প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১০:২০ | আপডেট : ৪ এপ্রিল ২০২৫, ২১:৫৪

সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তির্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মাননা প্রদান করেছে সরকারি মেডিকেল কলেজ গার্ডিয়ান এসোসিয়েশন। মাদারীপুরে খন্দকার রিসোর্টে এ সম্মাননা দেয়া হয়। সরকারি মেডিকেল কলেজ গার্ডিয়ান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খ.ম খুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান এসোসিয়েশনের সদস্য সচিব তরিকুল ইসলাম, সহ-সভাপতি বিজন বিশ^াস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমার লাভলু প্রমূখ।
শিক্ষার্থীদের মোডিকেল আবাসিক হলগুলো নিয়ে কোন অনিয়ম হলে বা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন অন্যায় হলে প্রতিবাদ করবে এই এসোসিয়েশন।এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়াসহ সার্বিক সুযোগ সুবিধার বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করবে তারা। এক কথায় শিক্ষার্থীদের সার্বিক দিকগুলোর দিকে নজর রাখবেন এবং সমস্যা হয়ে সমাধান করবেন। এই উদ্দেশ্যেই এই সংগঠন প্রতিষ্ঠিত করেছেন বলে জানান এসোসিয়েশনের নেতারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত