প্রতিবাদ সভা, লিখিত অভিযোগ

মাদারীপুরে রাস্তি ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মেম্বাররা

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১৪:০৮ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৪

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের চেয়ারম্যান মো. বেল্লাল মোল্লার অনিয়ম, স্বেচ্ছারিতা আর স্বজনপ্রীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যরা। এরই মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিকার চেয়ে ৯ জন ইউপি সদস্য জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে। তারই প্রতিবাদে রবিবার দুপুরে রাস্তি ইউপি কার্যালয়ে এক প্রতিবাদ সভা করেছে সদস্যরা। এসময় চেয়ারম্যানের দায়িত্ব অবহেলার বিচার দাবী করেন তারা। লিখিত অভিযোগ ও ইউপি সদস্যরা জানান, সরকারীভাবে রাস্তি ইউনিয়ন পরিষদের একজন হিসাব সহকারী কম্পিউটার অপারেটর রয়েছে। তাকে চেয়ারম্যান বেল্লাল মোল্লা তার নিজস্ব একটি কার্যালয়ে রেখে কাজ করান। যে কারণে ওই কর্মচারীকে ইউনিয়ন কার্যালয়ে পাওয়া যায় না। চেয়ারম্যান এখন পর্যন্ত কোন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করান নাই। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদের কখনই আসে না। তার ভাই বেলায়েত মোল্লাকে দিয়ে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ১০ টাকা কেজি মূল্যে চালসহ যাবতীয় কাজ করে থাকেন। এতে মেম্বাররা প্রতিবাদ করলে তাদের হুমকি-ধামকি দিয়ে হয়রানি করেন ওই চেয়ারম্যান। এসব অনিয়মের বিরুদ্ধ গত ১ জানুয়ারী জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ইউনিয়নের ৯ জন জনপ্রতিনিধি। তারা দ্রুত এর সমাধান দাবী করেন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রুহুল আমিন খান, আবুল বশার বেপারী, গোলাম মওলা, জাফর দেওয়ান, হাবিব বেপারী, শাসিক সরদার, মর্জিনা বেগম, মৌসুমী হোসেন। তবে অনিয়মের বিষয় কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত চেয়ারম্যান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত