মাদারীপুরে ভূমিহীন-গৃহহীনদের মধ্যে গৃহ-জমি হস্তান্তর
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২১:২৪ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২০:২৩
বৃহস্পতিবার সকালে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই মাদারীপুরের চারটি উপজেলার ১২৬ জন ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে গৃহ-জমি হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ পর্যন্ত জেলায় এক হাজার দশটি ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ৯৭৭টি পরিবারের কাছে ইতমধ্যে গৃহ-জমি হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৩টি ঘর এখনও নির্মাণাধীন রয়েছে। সদর উপজেলায় ২১৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে মাদারীপুর সদর উপজেলার আয়োজনে আছমত আলী খান অডিটরিয়ামে যুক্ত হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার জহিরুল ইসলাম, জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত