মাদারীপুরে বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু, মা ও নানি নিখোঁজ

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২২, ১৪:০৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১২:১৮

মাদারীপুর সদর উপজেলায় বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের আনুমানিক বয়স ১ ও ২ বছর। তাদের পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে তাদের মা ও নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ওই দুই শিশুর বাবা, মা ও নানি উত্তর ঝিকরহাটি এলাকায় ভাড়া বাসায় থাকেন। ওই বাসার মালিক থাকেন ঢাকায়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কিছু দিন আগে থেকে ওই দুই শিশুর বাবা কোনও এক মামলায় কারাগারে আছেন। সকালে তাদের মা ও নানি বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। বাইরে থেকে আগুন লাগেনি। আগুন নেভানোর পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত