মাদারীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১০০ বার কোরআন খতম ও দোয়া মাহফিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৬:৪২ |  আপডেট  : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২

শফিক স্বপন,মাদারীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাদারীপুর পৌরসভার আয়োজনে ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সহযোগিতায় পৌরসভা চত্বরে জতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সহস্রাধিক কোরআন হাফেজগণের  কন্ঠে ১০০ বার কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিল এবং ১০০ জন কোরআন হাফেজগণকে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। 

এসময়ে উপস্থিত ছিলেন  মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মো: মুনির চৌধুরী,মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান,  জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক বাজল কৃষ্ন দে, স্থানীয় সরকার বিভাগএর উপ-পরিচালক মো: আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক,  অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল হান্নান প্রমুখ।

অন্যদিকে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছে।

অন্যদিকে জেলা প্রশাসন সকাল ৮ টায় জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের সূচনা করেন। এরপর মুক্তমে  কেক কাটে জেলা প্রশাসন, জেলা পরিষদ, মাদারীপুর পৌরসভা ও সাংস্কৃতিক কর্মিরা । পরে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে মুক্তমে  শতকন্ঠে কবিতা আবৃতি করেন ধৈবত আবৃত্তি ভুমি সংগঠনের সাংস্কৃতিক কর্মিরা। 

এসময় মুক্তমে  উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মাহবুব হাসান, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান, পৌর মেয়র খলিদ হাসান ইয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত