মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৫ আগস্ট ২০২৩, ১৭:৫৩ |  আপডেট  : ৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে বিহান মিত্র নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পৌর এলাকার দক্ষিন রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিহান মিত্র একই গ্রামের নেপাল মিত্রর ছেলে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু বিহান মিত্র সকালে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি খাল পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পাঁ পিচলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন খালের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ভবতোষ দত্ত ভজন বলেন, খালের পানি থেকে নিহত ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত