মাদারীপুরে নিজের পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১২:৪৬ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮

মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলেই আলী আকবর(৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। নিহত ওঝা উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে।

শনিবার (শুক্রবার দিবাগত) রাতে তার মৃত্যু হয়েছে বলে পরিবার, স্থানীয় জনতাসহ একাধিক জানা যায়। নিহতের পরিবার ও এলাকা সূত্রে আরো জানা যায় যে, ওঝা মোঃ আলী আকবর দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত জাতি সাপ পুষে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। তিনি ওই সাপ দিয়ে ঝাড়-ফুক দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার আলী আকবর ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে খাচা থেকে বের করেন। এসময় একটি জাতি সাপ হঠাৎ করে তার শরীরের উপর ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে সাপের বিষ ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে রাতে তিনি মারা যান।

এ ব্যাপারে কয়ারিয়া ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আবু তাহের খান জানান, আমাদের ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আলী আকবর ওঝা তার পোষা সাপের দংশনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন মাদারীপুরসহ আশেপাশের জেলাগুলোতে সাপে কাটা রোগীদের চিকিৎসা করে আসছিলেন। এলাকায় তিনি আলী আকবর ওঝা নামেই বেশি পরিচিত। তাকে সাপে কামড় দেয়ার পর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরিশাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, দুর্ঘটনার কথা শুনেছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত