মাদারীপুরে তক্ককসহ আটক এক 

  শফিক স্বপন, মাদারীপুর 

প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২১:২০ |  আপডেট  : ১২ নভেম্বর ২০২৪, ২৩:০০

মাদারীপুরের রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ চোরাচালান চক্রের সদস্য আকরাম শিকদারকে (৬২) আটক করেছে র‌্যাব-৮।

শবিবার (৭ আগস্ট) সকালে উপজেলার আলমদস্তার গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের প্রেস রিলিস সূত্রে জানা যায়, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমলদস্তার শিকদার বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে আকরাম নামের এক চোরা চালান কারবারিকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ আটক করেন। 

কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করে র‌্যাব। র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে সরীসৃপ প্রাণী তক্ষকসহ বিভিন্ন মূল্যবান বস্তু সংগ্রহ করে এবং সেগুলো অবৈধভাবে অর্থ উপারজনের উদ্দেশ্যে দেশের বাইরে পাচার করে থাকেন। তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত