মাদারীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত ৫শ ছাড়িয়েছে; আতংকিত না হওয়ার পরামর্শ চিকিৎসকের

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১৫:১৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০১:৩০

মাদারীপুরে  ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫শ ছাড়িয়েছে । গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এতে  আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক।

মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৫০২ জন রোগী এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৮৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন একজন রোগী। আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী রাজধানী ঢাকা থেকে এ রোগের নমুনা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে কেউ রাজধানীতে কর্মরত অবস্থায়, আবার কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হচ্ছেন এ রোগে। পরে নিজ জেলায় এসে ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদিকে এ রোগের উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক নয় তাৎক্ষণিক হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেয়ার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ার জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। সার্বক্ষণিক রাখা হয়েছে চিকিৎসকের নজরদারিতে। 

মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হওয়া আকবর হোসেন বলেন, ‘জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন টেস্ট করে দেখি ডেঙ্গু হয়েছে। হাসপাতাল থেকে মশারী টাঙিয়ে দেয়া হয়েছে। চিকিৎসা সেবা মোটামুটি ভালোই তবে আরও সেবার মান বাড়ানো উচিত। তাহলে সবাই খুশি হতাম।’

সদর হাসপাতালের চিকিৎসক শিহাব চৌধুরী বলেন, ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রেস্ট আর ওষুধ খেয়ে নিরাময় হয়। আর বাড়ির আশপাশে স্বচ্ছ পানি যাতে না জমে সেদিকে নজর রাখা উচিত। কারণ ময়লা আবর্জনায় এডিস মশা জন্মায় না। তাই বাড়ির টেপ, ফুলের টপ পরিষ্কার রাখতে হবে। সবার সচেতনতায় ডেঙ্গু ভালো হয়।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত