মাদারীপুরে খসড়া ভোটার তালিকা প্রকাশ

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:২৪ | আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৫

রবিবার (১০ আগস্ট) মাদারীপুর জেলার ৫টি উপজেলা থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস থেকে বিগত এক বছরের হাল নাগাদকৃত ভোটার তালিকা সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন গুলোতে প্রেরণ করা হয়েছে। উক্ত ভোটার তালিকা সংশ্লিষ্ট এলাকার ভোটারদের অবগতির জন্য প্রকাশ্যে টাঙিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ জানান, আজ গত এক বছরের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যদি উক্ত ভোটার তালিকায় কারো কোন আপত্তি থাকে তাহলে আগামী ২১ আগস্টেও মধ্যে আবেদন করে বিনামূল্যে তা নিষ্পত্তি করা যাবে।
তিনি আরও জানান, প্রতি বছর সাধারণত জানুয়ারি মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু এ বছর বিশেষ আইনে আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো।
মাদারীপুর জেলার সদর, শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলা নির্বাচন অফিস থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। হাল নাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত