২০ লক্ষাধিক টাকা পন্য লুট

মাদারীপুরে ইলেকট্রনিক্স শোরুমে দূর্ধষ ডাকাতি

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৫ জুলাই ২০২৩, ১৫:১৪ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০০:৫৮

স্টাফকে বেধে রেখে মাদারীপুরের শিবচরে ইলেকট্রনিক্স শোরুমে ও গোডাউনে দূর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় ২০ লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স পন্য লুট করে নিয়ে যায় ডাকাতদল। শোরুম থেকে বের হওয়ার সময় ডাকাতরা শোরুমের সিসিটিভিগুলো ভেঙ্গে হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাদবরচরে মো: আব্দুল লতিফ মিয়ার মালিকানাধীন পপুলার ট্রেড হাউজ নামক ইলেকট্রনিক্স শোরুমের তালা কৌশলে খুলে শোরুমে প্রবেশ করে ৫/৬ জনের ডাকাতদল। ডাকাতদল শোরুমে ঢুকেই গোডাউনে ঘুমানো স্টাফ সাজ্জাদ মিয়াকে হাত পা বেধে ফেলে মারধর করে। এসময় ডাকাতদল শোরুমের সামনের এক্সপ্রেস হাইওয়ের সার্ভিস লেনে রাখা দুটি পিকআপে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, ৪৫ টি টিভি, ১০ টি ফ্রিজ, ১২ টি গ্যাসের চুলা, ১০ টি রাইস কুকার, ১৫ টি প্রেসার কুকার, ১০ টি ব্লেন্ডার মেশিন, ২৫ টি আয়রন মেশিন, ২ টি পানির ফিল্টার, ২ টি এয়ার কুলার, ৫ টি ওয়াশিং মেশিন, ৪ টি সাউন্ডবক্সসহ ২০ লাখ ৬ হাজার ৯শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 
 
ডাকাতির শেষ দিকে কৌশলে স্টাফ সাজ্জাদ পায়ের বাধন খুলে পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে স্থানীয়দের ডাক দেয়। এসময় স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদল পিকআপ নিয়ে পালিয়ে যায়। শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো: আব্দুল লতিফ মিয়া বলেন, এর আগেও একবার আমার শোরুমে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তাই আমি স্টাফ রেখেছি। স্টাফ রাতে শোরুমে ঘুমিয়ে ছিল এসময় ডাকাতরা এসে আমার স্টাফকে বেঁধে নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শিবচর থানার এসআই নূর মোহাম্মদ বলেন, ডাকাতরা কিছু ইলেকট্রনিক্স পন্য নিয়ে গেছে, মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত