মাদারীপুরে আন্তঃজেলা মাদক ব্যাবসায়ি হানিফ খা ৬০পিস ইয়াবাসহ গ্রেফতার
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১৮:০৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
মাদারীপুরের কালকিনিতে ৬০পিচ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যাবসায়ি হানিফ খা(৪২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হানিফ খা উপজেলার চর দৌলতখান গ্রামের মৃত হযরত আলী খার ছেলে।
রবিবার বিকেলে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। কালকিনি থানা এস আই মিঠু ফকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নির্দেশনায় এস আই মোঃ মিঠু ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়কালে উপজেলার খান কান্দি( ইছাগুড়া) এলাকায় শিপন সরদারের বাড়ির সামনে হতে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, মাদকারবারী হানিফ খা একজন আন্তঃজেলা মাদক ব্যাবসায়ি। গোপন সংবাদে তাকে ৬০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত